Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা/কাবিটা) কর্মসূচীর অধীনে গ্রামীণ কাঁচা রাস্তা পুনঃ নির্মাণ, খাল ও পুকুর খনন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে  মাটি ভরাট।

 

*          গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচীর আওতায় ‘‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১২ মিটার দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ।

 

*          গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি,আর) কর্মসূচীর আওতায় গ্রামীণ কাঁচা রাস্তা মেরামত,খাল/নর্দমা সংস্কার, শিক্ষা/ ধর্মীয়/ সামাজিক ও অন্যান্য জনহিতকর প্রতিষ্ঠানের উন্নয়ন বা মেরামত।

 

*          প্রাকৃতিক দুর্যোগ বন্যা,ঘুর্ণিঝড়,টনের্ডো,খরা এবং অগ্নিকান্ড ইত্যাদি আপদের কারণে ক্ষয়ক্ষতি হলে ক্ষতিগ্রস্থ জন সাধারনের মাঝে সরকারী ত্রাণ সহায়তা প্রদানের ব্যবস্থা করা।

 

*          প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্য কোন কারণে খাদ্য সংকোট দেখা দিলে ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা।

 

*          ঈদ অথবা পূজা পার্বন বা বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় সরকারী সাহায্য প্রদান করা।

 

*          ঝুঁকিহ্রাস কর্মসূচীর আওতায় ঝুঁকি পূর্ন জন গোষ্ঠীদের মাঝে জামানত বিহীণ স্বল্প সার্ভিস চার্জে ঋণ কার্যক্রম পরিচালনা করা।